ন্যাশনাল স্কুল গেমস-এ পশ্চিম মেদিনীপুর জেলা থেকে শালবনির মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের শিক্ষার্থী সিঙ্গরাই সরেন (অনূর্ধ্ব ১৭ বছর বালক বিভাগে) এবং কুনু মান্ডি ও সন্দীপ হেমব্রম (অনূর্ধ্ব ১৯ বছর বালক বিভাগে) এবং পায়েল সিং (অনূর্ধ্ব ১৭ বছর বালিকা বিভাগে) খেলার জন্য নির্বাচিত হয়েছে|
বিদ্যালয়ের পক্ষ থেকে জেলা এবং রাজ্য পর্যায়ে এদের সফলতা কামনা করা হয়েছে।
সংবাদ সৌজন্য – আকাশবাণী সংবাদ কলকাতা|