গত ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ (বুধবার) “দিশম আদিবাসী গাঁওতা”র পক্ষ থেকে, পশ্চিম বর্ধমান জেলার সমস্ত ব্লক এবং কর্পোরেশন এলাকা থেকে প্রায় ৫০০ বাইক নিয়ে কাঁকসা থেকে শুরু করে আসানসোল পর্যন্ত বিশাল এক বাইক রেলির মধ্য দিয়ে, আসানসোলে জেলা শাসকের দফতরে বিভিন্ন দাবী দাওয়া নিয়ে স্মারকলিপি দেওয়া হলো|
এই ডেপুটেশনে “দিশম আদিবাসী গাঁওতা”র পক্ষ থেকে দাবিগুলো ছিলো –
1) ক্ষত্রিয় কুড়মী বা অ-আদিবাসীদের অনৈতিকভাবে ইতিহাস বিকৃতির মাধ্যমে জোরপূর্বক ST তালিকায় অন্তর্ভুক্তি করনের বিরুদ্ধে প্রতিবাদ,
2) UCC নামক কালা আইনের মাধ্যমেআদিবাসীদের সাংবিধানিক অধিকার হরণের বিরুদ্ধে প্রতিবাদ,
3) প্রচুর পরিমাণে যে fake ST সার্টিফিকেট ইস্যু হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং সেগুলি বাতিলের দাবি,
4) আদিবাসী হোস্টেল গুলো পরিকল্পিতভাবে বন্ধ করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং সেগুলো অবিলম্বে খোলার দাবি,
5) বনধিকার আইন ২০০৬ সংশোধনী বিল পাশের মাধ্যমে জল-জমিন- জঙ্গল কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ,
6) অযোধ্যা পাহাড় ধ্বংস করে টুড়গা প্রজেক্ট সহ বিভিন্ন হাইড্রো ইলেকট্রনিক প্রজেক্ট তৈরীর বিরুদ্ধে প্রতিবাদ,
7) মনিপুর, মালদা সহ বিভিন্ন এলাকায় আদিবাসী মহিলাদের ধর্ষণ এবং আদিবাসীদের উপর হয়ে চলা বিভিন্ন রকম অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ,
8) দুর্গাপুর কর্পোরেশন এলাকায় কারখানা সম্প্রসারণের নামে আদিবাসী বস্তি উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ|
সংবাদ সংগ্রহে – Sailaman Mandi