LOADING

ঝাড়খণ্ড পার্টির ডেপুটেশেন।

Spread the love
ঝাড়খণ্ড পার্টির এনোস এক্কা গোষ্ঠীর পক্ষ থেকে চান্ডিল বিডিওর মাধ্যমে আদিবাসী-মূলবাসী তথা ঝাড়খণ্ডীদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে ডেপুটেশন দেওয়া হল। এই ডেপুটেশেনে কয়েক হাজার ঝাড়খণ্ড পার্টি সমর্থক হাজির হয়েছিল।  এই ডেপুটেশন প্রদান অনুস্থানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড পার্টির এনোস এক্কা গোষ্ঠীর কেন্দ্রীয় সহ-সভাপতি ও শ্রমিক সংগঠনের প্রধান শৈলেন্দ্র মেইতি, বুদ্ধিজীবী মঞ্চের সূর্য নারায়ণ যাদব ও ঝাড়খণ্ড পার্টির সরাইকেলা-খরসোয়া জেলা সভাপতি সঞ্জীব টুডু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Loading