প্রসঙ্গত উল্লেখ্য থাকে যে রিলন হোরো প্রয়াত এন ই হোরোর পুত্র। এন ই হোরোর মৃত্যুর পর ঝাড়খণ্ড পার্টিতে ভাঙ্গন অব্যাহত। প্রাত্তন বিধায়ক এনোস এক্কা ঝাড়খণ্ড পার্টির পৃথক গোষ্ঠী গঠন করেছিলেন। রিলন হোরো সেই সময় ঝাড়খণ্ড পার্টির এনোস এক্কা গোষ্ঠীর সঙ্গেই ছিলেন। ওপর দিকে প্যারা মুণ্ডু ঝাড়খণ্ড পার্টির ওপর গোষ্ঠী গঠন করেছিলেন। এখন বর্তমানে রিলন হোরো নিজস্ব গোষ্ঠী গঠন করলেন। অবশ্য এন ই হোরো সাহেব বেঁচে থাকা অবস্থাতেই ঝাড়খণ্ড পার্টি বিভক্ত হয়েছিল। পশ্চিমবঙ্গের বিনপুর বিধানসভার প্রাত্তন বিধায়ক প্রয়াত নরেন হাঁসদা তৎকালীন ঝাড়খণ্ড পার্টি থেকে বেরিয়ে এসে নিজের পৃথক দল ঝাড়খণ্ড পার্টি (নরেন) গঠন করেছিলেন। ![]()