LOADING

ঝাড়খণ্ড মুক্তি মোর্চার গাজোল থানা ঘেরাও কর্মসূচি|

Spread the love

গত ০৬ ই নভেম্বর, ২০১৯ মালদা জেলার গাজোল থানা ঘেরাও কর্মসূচি সমপন্ন করল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার গাজোল ব্লক কমিটি| বিভিন্ন মামলায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার সহ মোট ১৮ দফা দাবি নিয়ে এই গাজোল থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করেছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার গাজোল ব্লক কমিটি| এই কর্মসূচি ২৫/১০/২০১৯ (শুক্রবার) তারিখে হ‌ওয়ার কথা ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে থানা ঘেরাও সম্ভব হয়ে উঠেনি।
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার গাজোল ব্লক কমিটির এই থানা ঘেরাও কর্মসূচির মিছিলে দশ হাজারেরও বেশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ যোগদান করেছেন বলে দাবী সংগঠকদের| ব্লক প্রশাসনের পক্ষ থেকে ঝাড়খণ্ডীদের এই মিছিলের উপরে ড্রোন ক্যামেরার নজরদারিও ছিল|
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার গাজোল ব্লক সম্পাদক নারান টুডু জানান, গণতান্ত্রিক শান্তিপূর্ণ ভাবেই সাধারণ মানুষের মৌলিক অধিকার নিয়ে লড়তে থাকবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা| পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় অবিলম্বে সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

Loading