২০২১ এর বিধানসভা নির্বাচন কে সামনে রেখে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সভা অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড ব্লকের পার্টি অফিসে। উপস্থিত জেলা সভাপতি বিপ্লব হেমব্রম,জেলা সম্পাদক অমল মান্ডী, জেলা কোষাধ্যক্ষ রামসরন সরেন এবং চন্দ্রকোনা রোড ব্লকের নেতৃত্বগণ।