LOADING

ছত্তিশগড়ে গ্রেপ্তার আদিবাসী আন্দোলনের নেত্রী সোনি সোরি|

Spread the love
আদিবাসী সমাজকর্মী তথা আম আদমি পার্টির নেত্রী সোনি সোরিকে গ্রেপ্তার করলো ছত্তিশগড় পুলিশ। গত ০৫ ই অক্টোবর, ২০১৯ শনিবার পুলিশের অনুমতি ছাড়া জনসভা ডাকার কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এদিন ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলার পালনার গ্রামে এক সভা করার কথা ছিলো সোনি সোরির। ওই সভার আগেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ১৫১, ১০৭ এবং ১১৬ ধারায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দান্তেওয়াড়া পুলিশ সুপারিন্টেন্ডেন্ট অভিষেক পল্লভ। জানা গেছে ওই সভায় যোগ দেবার জন্য প্রায় ৬ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। বিজাপুর, সুকমা, দান্তেওয়াড়া থেকে তাঁরা নাকুলনারে জড়ো হয়েছিলেন। ওই সভায় সোনি সোরি ছাড়ায় উপস্থিত ছিলেন আদিবাসী আন্দোলনের নেতা মণিষ কুঞ্জাম। পুলিশ আরও জানিয়েছে, গতকাল শুক্রবার সন্ধ্যেবেলা সোনি সোরি এস ডি এম-এর কাছে পালনার অথবা কুয়াকোন্ডা গ্রামে সভা করার অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলেন। নকশাল অধ্যুষিত এলাকায় জেলবন্দী নিরপরাধ মানুষজনের মুক্তির দাবীতে ওই সভা হবে বলেও তিনি জানিয়েছিলেন। এসডিএম ওই সভার অনুমতি দেননি| অনুমতি না পাওয়া সত্ত্বেও শনিবার সোনি সোরি পালনার-এর একটি সাপ্তাহিক বাজারে যান এবং পুলিশি বাধা অমান্য করে সভার বিষয়ে মানুষজনকে বলতে শুরু করেন। এর পরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এই সভার পরেই নিরপরাধ আদিবাসীদের মুক্তির দাবীতে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসার কথা বলা হয়েছিল। গ্রামবাসীদের বক্তব্য, তাঁদের পরিবারের লোকজনকে বহুবছর ধরে জেলে আটক করে রাখা হয়েছে। সংবাদ সুত্র – পিপলস রিপোর্টার, 06 অক্টোবার 2019, ছবি সংগৃহ|

Loading