গত ১৫ ই জুলাই, ২০২১ (বৃহস্পতিবার) ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) দলের পশ্চিমবঙ্গ রাজ্যস্তরের আলোচনা আয়োজন করা হয়েছিল পুরুলিয়া জেলার রঘুনাথপুরে। উপস্থিত ছিলেন ঝাড়খন্ড মুক্তি মোর্চার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি পরেশ মারান্ডী মহাশয়, রাজ্য মহিলা নেত্রী মাননীয়া গীতা মোদক মহাশয়া এবং পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম, বাঁকুড়া,পুরুলিয়া, পূর্ব বর্ধমানের জেলা প্রতিনিধি। ঐদিনের আলোচনা তে নিম্ন সিদ্ধান্তগুলি গ্রহণ করা হয়।
আগামী ২৩ ই আগষ্ট জেলাশাসকের নিকট প্রতিনিধি স্মাকরলিপি দেবে প্রত্যক টি জেলা কমিটি।
১.বৃহত্তর ঝাড়খন্ড রাজ্যে সামিল করতে হবে।
২.২০০৬ বনাধিকার আইন লাগু করতে হবে।
৩.ভোট নির্বাচনের পরে ঝাড়খন্ডী দের উপরে হিংসা বন্ধ করতে হবে।
৪.ফেক সার্টিফিকেট ইস্যু বন্ধ করতে হবে।
৫.যোগ্য ব্যক্তি কে প্রধানমন্ত্রী আবাস যোজনা দিতে হবে।
৬.এসটি, এসসি সার্টিফিকেট ছাড়ায় এনআরজিএর ২০০ দিনের কাজ দিতে হবে।
৭. প্রকৃতি কে ধ্বংস করে অযোধ্যা পাহাড়ে কোন প্রজেক্ট করা চলবে না।