LOADING

গুরুতর অসুস্থ সমাজকর্মী হপন মাঝি, সাহায্যের আবেদন|

Spread the love

গুরুতর অসুস্থ হয়েছেন জঙ্গলমহলের বিশিষ্ঠ সমাজকর্মী হপন মাঝি তথা মনোরঞ্জন মাহাত| হপন মাঝি তথা মনোরঞ্জন মাহাত পরিচিত ‘Forest man of Belpahari’ নামে| হপন মাঝি কে বলা হয় জঙ্গলমহলের আঞ্চলিক ইতিহাস ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে চলমান লাইব্রেরি| এই মানুষটি হটাৎই হার্টের গুরুতর সমস্যা নিয়ে ভুবনেশ্বর এর কলিঙ্গ হাসপাতালে ভর্তি হয়েছেন। দুদিনের মধ্যেই পেসমেকার বসানোর জন্য প্রায় দু লক্ষ টাকা প্রয়োজন। এই বিপদের মুহূর্তে সাংবাদিক, প্রাবন্ধিক, সমাজকর্মী এই মানুষটির পাশে দাঁড়ানোর জন্য সাধ্যমতো অর্থনৈতিক সাহায্যের আবেদন জানিয়েছে ফেসবুক পেজ Chotonagpur Voice|

নীচে হপন মাঝির মেয়ের ব্যাঙ্ক ডিটেইলস দেওয়া হল।
MANASHREE MAHATA
D/O MANORANJAN MAHATA
ADRESS: VILL-MURARI
P.O:MUNIADA P.S.-BELPAHARI
DIST: JHARGRAM(PASCHIM MEDINIPUR)
A/c 34187411798
IFSC CODE : SBIN0002085


আদিবাসী মূলবাসী অধিকাংশ সংগঠনের কোন নিজস্ব তহবিল বা ফান্ড নেই, যা দিয়ে জরুরি সময়ে কাওকে সাহাজ্য করা যায়। সময় থাকতে সংগঠনের নেতারা উদ্যোগ নেন না, বা নিলেও সদস্যরা ঠিক মতন চাঁদা দেন না, যে সেই টাকায় তহবিল গড়া যেতে পারে। যাই হোক, সকলের কাছে আবেদন, কোন সহৃদয় বা আর্থিক ভাবে সম্পন্ন দয়ালু ব্যক্তি এই মানুষটির পাশে দাঁড়ান।

Loading