LOADING

কলকাতা শহরে লক্ষাধিক লোকের সমাবেশ করে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে ডেপুটেশেন আদিবাসীদের।

Spread the love

গত ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ মোট ১৩ দফা দাবীতে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে লক্ষাধিক লোকের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করে রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে স্মারকলিপি জমা দিল ৪৬টি আদিবাসী সামাজিক সংগঠনের জোট United Forum of All Adibasi Organisations (UFAAO)।

মুলত কুড়মি সম্প্রদায়কে তপশীলি উপজাতি (Scheduled Tribe) বা এসটি তালিকাভুক্ত করার দাবির বিরোধিতা করা, সমস্ত জাল তপশীলি উপজাতি (Scheduled Tribe) বা এসটি সার্টিফিকেট বাতিল করা, কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত Uniform Civil Code (UCC) বিলের বিরোধিতা করা, ২০০৬ সালের অরন্য অধিকার আইন লাগু করা, ২০২৩ সালের অরন্য সংরক্ষণ আইনকে বালিত, পুরুলিয়ার অয্যোধ্যা পাহাড়ে ঠুরগা জলবিদ্যুৎ প্রকল্প বাতিল, বীরভূমের দেউচা পাঁচামিতে কয়লা খনি প্রকল্প বাতিল, মণিপুর রাজ্যে আদিবাসী মহিলাদের ওপর নির্যাতনের প্রতিবাদ সহ মোট ১৩ দফা দাবী রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে স্মারকলিপি আকারে জমা দিয়ে সুবিচার চাইল এই রাজ্যের ৪৬টি আদিবাসী সামাজিক সংগঠনের জোট United Forum of All Adibasi Organisations (UFAAO)।

আদিবাসীদের এই বিক্ষোভ সমাবেশের জেরে গত ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ প্রায় লক্ষাধিক লোকের জমায়েত হওয়ায় কলকাতা শহর অবরুদ্ধ হয়ে পড়ে।

কলকাতা শহরের রাণী রাসমণি রোডে আদিবাসীদের বিক্ষোভ সমাবেশের মঞ্চ করা হয়েছিল। বাস, ছোট ট্রাক, ট্রেন, ইত্যাদিতে আদিবাসীরা দলে দলে সমাবেশ স্থল রাণী রাসমণি রোডে মিছিল সহকারে উপস্থিত হন।

আদিবাসীদের বিশাল বিশাল সব মিছিলের জেরে সারা কলকাতা শহর জুড়ে ব্যপক ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়।
United Forum of All Adibasi Organisations

(UFAAO) এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে স্মারকলিপি আকারে জমা দেওয়া ১৩ দফা দাবীগুলি :-

  1. ক্ষত্রিয় কুড়মিদের তপশিলী উপজাতি (Scheduled Tribe – ST) তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না।
  2. আদিবাসীদের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
  3. কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত Uniform Civil Code (UCC) আইনটি বাতিল করতে হবে।
  4. পশ্চিমবঙ্গ বিধানসভায় UCC বিরোধী প্রস্তাব পাশ করতে হবে,
  5. জাল ST সার্টিফিকেটধারী ও বণ্টনকারী আধিকারিকদের শাস্তি দিতে হবে,
  6. অরন্য অধিকার আইন-২০০৬ ও PESA আইন লাগু করতে হবে। সমস্ত আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিকে সংবিধানের ৫ম তপশিলের অন্তর্ভুক্ত করতে হবে।
  7. অরন্য সংরক্ষণ আইন, ২০২৩ বাতিল করতে হবে।
  8. পুরুলিয়ার ঠুরগা পাম্প স্টোরেজ প্রকল্প ও বীরভূমের দেওচা পাঁচামি খনি প্রকল্প বাতিল করতে হবে।
  9. মণিপুর রাজ্যে আদিবাসী মহিলাদের ওপর নির্যাতনকারীদের শাস্তি দিতে হবে।
  10. বন্ধ হয়ে যাওয়া সমস্ত আদিবাসী ছাত্রাবাস চালু করতে হবে।
  11. সাঁওতালি মিডিয়াম ছাত্রছাত্রীদের জন্য বিএড কোর্স চালু করতে হবে।
  12. সহ অন্যান্য দাবী।

United Forum of All Adibasi Organisations (UFAAO) এর অন্তর্ভুক্ত সংগঠনগুলির তালিকা :-

  1. ভারত জাকাত মাঝি পারগানা মহল (BJMPM),
  2. আদিবাসী সমাজ শিক্ষন ও সাংস্কৃতিক সংস্থা (ASECA),
  3. পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি (WBSTWA),
  4. পশ্চিমবঙ্গ সাঁওতাল প্রফেসর সংস্থা (WBSPA),
  5. পশ্চিমবঙ্গ সাঁওতাল শিক্ষক সংস্থা (WBSTA),
  6. আদিবাসী একতা মঞ্চ (AEM),
  7. ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ (BABS),
  8. পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ ভাষা উন্নয়ন বোর্ড (WBABLDB),
  9. সারা ভারত আদিম আদি জাতি শবর সমাজ (AIAAJSS),
  10. ভারতীয় আদিবাসী মাহালি সমাজ কল্যাণ সংস্থা (BAMSKS),
  11. পশ্চিমবঙ্গ আদিবাসী ডক্টরস সংস্থা (WBADA),
  12. সারা ভারত সাঁওতালি লেখক সংস্থা, পশ্চিমবঙ্গ শাখা (AISWA, WB),
  13. সারা ভারত আদিবাসী কো-অর্ডিনেশন কমিটি (ALACC),
  14. দিশম আদিবাসী সুসোর গাঁওতা (DASG),
  15. সারা ভারত সাঁওতালি ছাত্র সংস্থা (AISSA),
  16. প্রকৃতি বাঁচাও ও আদিবাসী বাঁচাও মঞ্চ, অয্যোধ্যা (PBOABM, Ajodhya),
  17. মূণ্ডা সমাজ ফরিজ সমিতি (MSFS),
  18. কোড়া সমাজ কল্যাণ সঙ্ঘ (KSKS),
  19. সাঁওতাল আর্টিস্ট সংস্থা, পশ্চিমবঙ্গ (SAA, WB),
  20. মুর্শিদাবাদ আদিবাসী লাহান্তি বাইসি (MALB),
  21. আদিবাসী সোসিও প্রোগ্রেসিভ এসেম্বলি (ASPA),
  22. মুর্শিদাবাদ যুব সংঘ (MYA),
  23. ভারত মূণ্ডা সমাজ, পশ্চিমবঙ্গ শাখা (BMS, WB),
  24. অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ (ABABP),
  25. উত্তরবঙ্গ সাঁওতাল আর্টিস্ট সংস্থা (NBSAA),
  26. উত্তর দিনাজপুর আদিবাসী সমন্বয় কমিটি (UDASC),
  27. জমি রক্ষা কমিটি (JRC),
  28. ভারতীয় সাঁওতাল বিদিন সমাজ সমাজ সুসোর বাইসি (BSBSSB),
  29. পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মূণ্ডা কল্যাণ সমিতি (PABMKS),
  30. উলগুলান ভারত একতা মঞ্চ (UBEM),
  31. লোহারা আদিবাসী সমিতি (LAS),
  32. তোলাহাট বিরসা মূণ্ডা কল্যাণ সমিতি (TBMKS),
  33. সারা ভারত ওঁরাও কল্যাণ সমিতি (SBOKS),
  34. বিরসা সেবায়েত সমিতি (BSS),
  35. পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ (PBAAM),
  36. ভারত জাকাত সান্তাড় পৌঠুয়া গাঁওতা (BJSPG),
  37. বিরসা কালচারাল সোসাইটি (BCS),
  38. আদিবাসী লোকশিল্পী ও আদিবাসী সংঘ (ALSOAS),
  39. ডাঃ বি আর আম্বেদকর মহাসভা আদিবাসী ওয়েলফেয়ার সোসাইটি (Dr BR AMAWS),
  40. সারি ধরম জাহের থান বি জোন আতো ষোল আনা, দুর্গাপুর (SDJTBZASA, Durgapur)
  41. অল ইন্ডিয়া সাঁওতাল ওয়েলফেয়ার ও কালচারেল সোসাইটি (ALSWCS),
  42. কোল সমাজ (KS)
  43. মাঝি পারগানা ওয়েলফেয়ার সোসাইটি (MPWS),
  44. ডুয়ার্স সাঁওতাল ডেভেলপমেন্ট ও কালচারেল সোসাইটি (DSDCS),
  45. বাকিদের নাম জানা যায়নি।

United Forum of All Adibasi Organisations (UFAAO) এর কনভেনারদের তালিকা:-
১) কনভেনার – রবীন্দ্রনাথ মুরমু,
২) জয়েন্ট কনভেনার – সুবোধ হাঁসদা,
৩) জয়েন্ট কনভেনার – মিতান চন্দ্র টুডু,
৪) জয়েন্ট কনভেনার – কিশোর কোঁড়া,
৫) জয়েন্ট কনভেনার – তপন কুমার সরদার,
৬) জয়েন্ট কনভেনার – রামদাস কিস্কু,
৭) জয়েন্ট কনভেনার – বালকরাম সরেন,
৮) জয়েন্ট কনভেনার – অর্জুন হেমরম,
৯) জয়েন্ট কনভেনার – বৈদ্যনাথ হেমরম,
১০) জয়েন্ট কনভেনার – বাবুনাথ টুডু,
১১) জয়েন্ট কনভেনার – রতনলাল হাঁসদা,
১২) জয়েন্ট কনভেনার – লক্ষ্মীনারায়ণ সিং,
১৩) জয়েন্ট কনভেনার – দিলীপ কিস্কু,
১৪) জয়েন্ট কনভেনার – মিস্ত্রি টুডু,
১৫) জয়েন্ট কনভেনার – লক্ষীরাম মাহালি,
১৬) জয়েন্ট কনভেনার – লবান হাঁসদা,
১৭) জয়েন্ট কনভেনার – বিপ্লব সরেন,
১৮) জয়েন্ট কনভেনার – বুবুন মাণ্ডি,
১৯) জয়েন্ট কনভেনার – বাপি সরেন ও
২০) জয়েন্ট কনভেনার – সমরেশ হেমরম।

Loading