LOADING

আদিবাসী ডেভেলপমেন্ট ফান্ড এর দ্বিতীয় পর্যায়ের ত্রাণ বিতরণ|

Spread the love

আজ ২৩/০৪/২০২০ (বৃহস্পতিবার) Adibasi Development Fund এর তরফ থেকে দ্বিতীয় পর্যায়ের ত্রাণ সামগ্রী বিতরণ করা হল| ত্রাণ বিতরণের স্থান : গ্রাম – রঘুনাথপুর, আঁধারিয়া ৩ নম্বর অঞ্চল, রঘুনাথপুর গ্রামসভা, থানা – বিনপুর, ব্লক – লালগড়, জেলা – ঝাড়গ্রাম|


মোট ৫৩ জন দুঃস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হল| ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন Adibasi Development Fund এর প্রতিষ্ঠাতা প্রদীপ কুমার হাঁসদা এবং সদস্যগণ – প্রণব কুমার হাঁসদা, মোহন সরেন, মহাত্মা হাঁসদা ও গোবিন্দ মণ্ডল| রঘুনাথপুর গ্রামবাসীদের পক্ষ থেকে ত্রাণ বিতরণে সহযোগীতা করেছেন সিংরাই হাঁসদা, বাবলু হাঁসদা, ফাগু হাঁসদা ও অন্যান্যরা| সকলকেই ধন্যবাদ জানানো হচ্ছে Adibasi Development Fund এর পক্ষ থেকে|

মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় দেশ জুড়ে লকডাউনের কারণে বিপদে পড়া গরীব দিন আনা দিন খাই মানুৃষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য গঠিত করা হয়েছে Adibasi Development Fund|

সামাজিক মাধ্যম ফেবুর মাধ্যমে এই নবগঠিত Adibasi Development Fund এ অর্থ সাহায্য করার আবেদন জানিয়েছিলেন সমাজকর্মী প্রদীপ কুমার হাঁসদা| সেই আবেদনে সাড়া দিয়ে অনেক সহৃদয় ব্যাক্তি Adibasi Development Fund এ টাকা পাঠিয়েছেন| সেই টাকা দিয়ে গত ১২ ই এপ্রিল, ২০২০ প্রথম পর্যায়ের ত্রাণ বিতরণ করা হয়েছিল| আজ আবার ২৩ শে এপ্রিল, ২০২০ দ্বিতীয় পর্যায়ের ত্রাণ বিতরণ করা হল|


যে সমস্ত সহৃদয় মানুষেরা Adibasi Development Fund এ টাকা পাঠিয়েছেন তাঁদের অনেক অনেক ধন্যবাদ|
লকডাউনের কারণে বিপদে পড়া গরীব দিন আনা দিন খাই মানুৃষদের সাহায্য করতে চাইলে আপনিও আপনার সাধ্যমত (১০/-, ২০/-, ৫০/-, ১০০/-, ৫০০/-, ১০০০/-, ২০০০/-, ১০০০০/-, যাই হোক না কেন) টাকা পাঠাতে পারেন| সাধারণ জনগণের কাছ থেকে আমরা যেমন অর্থ সাহায্য পাবো, আমরাও সেই ভাবে গরীব দুঃস্থ মানুষদের সেবা করে যাবো|


Adibasi Development Fund এ টাকা পাঠানোর জন্য ব্যাংক ডিটেলস –
Name – Pradip Kumar Hansda, A/c No. 11282578158, State Bank of India, Jhargram Branch, IFSC Code SBIN0000103,
বিস্তারিত জানার জন্য ফোন নম্বর – 7278587028| কারোর কোন কিছু জানার প্রয়োজন হলে ফোন করে জেনে নেবেন| ধন্যবাদ ও জোহার|

Loading