প্রথমে সরকারি ব্যবস্থাপনায় আদিবাসীদের হিন্দুকরণ করতে গণবিবাহ দেবার ব্যবস্থা হল| সচেতন আদিবাসীরা প্রতিবাদ করলেন কিন্তু গোলাম আদিবাসীরা দুই হাত তুলে নাচতে লাগল| হিন্দুদের থেকে আদিবাসীদের সমাজ সংস্কৃতি আলাদা, তাই ভারতীয় সংবিধান রচনার সময় আদিবাসীদের Scheduled Tribe তালিকাভূক্ত করে তাদের অধিকার সুরক্ষিত করতে বিশেষ কিছু আইন তৈরী করা হয়েছিল| যেমন Scheduled Tribe তালিকাভূক্ত আদিবাসীদের জমি Non-Scheduled Tribe মানুষেরা কিনতে পারবেন না| কিন্তু আদিবাসীরা হিন্দু ধর্ম পালন করা শুরু করলে তাদের Scheduled Tribe তালিকা থেকে বাদ দেওয়া যাবে (যেমন বাদ দেওয়া হয়েছে কুড়মি-মাহাতো দের)| আর একবার যদি আদিবাসীদের Scheduled Tribe তালিকা থেকে বাদ দেওয়া যায়, তাহলে তাদের জমিগুলি বিনা বাধায় অন্যরা কিনে নিতে পারবেন, আর আদিবাসীরা এই দেশের ভূমিপূত্র হয়েও ভূমিহীন হয়ে যাবে|
তবে যতদিন না আদিবাসীদের Scheduled Tribe তালিকা থেকে বাদ দেওয়া যাচ্ছে, সেই সময়ও যাতে আদিবাসীদের জমি অ-আদিবাসীরা কিনতে পারেন, তার জন্য আইনে ফাঁক রাখা আছে| একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আদিবাসীদের জমি যাতে অ-আদিবাসীরা কিনে নিতে পারেন, তার সুবন্দোবস্ত করা আছে (নিচের ছবিতে সেই প্রক্রিয়ার বিজ্ঞাপন দেওয়া আছে, দেখে নিন)|