আগামী ১৯ ও ২০ অক্টোবর ২০১৯ পশ্চিমবাংলার বীরভূম জেলার রামপুরহাট থানার কাস্টগোড়ার মাসড়া হাইস্কুলে অনুষ্ঠিত হতে চলেছে “সারি ধরম” সম্মেলন| আয়োজনে “ভারত জাকাত সারি ধরম বাইসি”| বাংলা মাসে তারিখটা ১লা ও ২রা কার্তিক ১৪২৬। শনিবার ও রবিবার। ইংরেজি তারিখ টা ১৯ ও ২০ অক্টোবর ২০১৯। সময় সকাল ৭ টা থেকে ১০টা পর্যন্ত। প্রথম দিন প্রতিনিধি সম্মেলন। দ্বিতীয় দিন প্রকাশ্য সমাবেশ। উপস্থিত থাকবেন সারি ধরম গুরু বাবা সোমাই কিস্কু। সারি ধরম বিশেষজ্ঞ সুবোধ হাঁসদা। বাংলাদেশ প্রতিনিধি মানিক সরেন। দুমকার প্রতিনিধি ছোট্টবাবু সরেন। নেপালের প্রতিনিধি পরমেশ্বর মুর্মু। ময়ূরভঞ্জ প্রতিনিধি উদয় নাথ মাঝি। বিশিষ্ট সাহিত্যিক সারদা প্রসাদ কিস্কু। আমেরিকার অতিথি নিশান্ত চোকসি। জাপানের অথিতি টোকিশি ওসাদা ও মধু ফুর্তি।