LOADING

অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের উত্তর ২৪ পরগণা জেলা সম্মেলন|

Spread the love

গত ১১ ও ১২ নভেম্বর ২০১৯ উত্তর ২৪ পরগনার ন্যাজাটে রাইস মিল প্রাঙ্গনে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ এর প্রতিষ্ঠাতা স্বর্গীয় কার্তিক ওরাওঁ এর ৯৫তম জন্মজয়ন্তী বর্ষ পালন করা হয়| একই সঙ্গে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের উত্তর ২৪ পরগণা জেলার তৃতীয় জেলা সম্মেলন উপলক্ষ্যে প্রতিনিধি সম্মেলন ও প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়| এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাননীয় সমজীভাই দামোর, পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি তথা আদিবাসী ডেভেলপমন্ট বোর্ডের চেয়ারম্যান বঙ্গভূষণ বিরষা তিরকি, মধ্যপ্রদেশ স্বরাষ্ট্রমন্ত্রী বালা বর্চ্চন সহ অনেক বিশিষ্ট ব্যাক্তিবর্গ|
প্রতিনিধি সম্মেলনে প্রফুল্ল সরদার এর ‘লোনা ভেড়ি ফিসারীর ইতিবৃত্ত’ বইটির আনুষ্ঠানিক প্রকাশ করা হয়| সম্মেলনে সাদরি ভাষার ‘নাওয়াঁ বিহান’ পত্রিকা ও প্রফুল্ল সরদার এর ‘সুন্দারবনের সাদরি কাবিতা’ র বইটি অনেক পাঠকের হাতে হাতে লক্ষ্য করা যায়। উপস্থিত মানুষের ভিড় লক্ষ্য করার মতো। ২৪ পরগনা জেলা ইউনিট সভাপতি মহিম চন্দ্র সরদার জানান পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বুলবুল বিধ্বস্ত অঞ্চলে কাজে ব্যস্ত থাকায় আসতে পারেন নি। উনার অনুপস্থিতি সম্মেলন অনেকাংশে অনুজ্জ্বলতা প্রকাশ পেয়েছে বলে নির্দ্বিধায় মন্তব্য করেন।সম্মেলনে হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, বাসন্তী, গোসাবা, ক্যানিং, কলকাতা লেদার কমপ্লেক্স, সোনারপুর সহ বিভিন্ন এলাকা থেকে আগত মানুষের উপস্থিতি ছিল দেখার মতো।আদিবাসীদের ধর্ম কোড, আদিবাসীদের সাদরি ভাষার স্বীকৃতি সহ ২০ দফা দাবি রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে পেশ করা হবে বলে জানান মহিম চন্দ্র সরদার। এছাড়া আদিবাসীরা অদ্যাবধি যে নানা ভাবে বঞ্চনার শিকার ও অত্যাচারিত তা পরিষদের বিভিন্ন থানা ইউনিট এর প্রতিনিধিদের মুখ থেকে প্রকাশ পায়। বিভিন্ন থানা এলাকা থেকে আগত আদিবাসী সাংস্কৃতিক দল সম্মেলনের প্রকাশ্য সমাবেশেকে প্রানবন্ত করে তুলেছে। নাচ ও গানের মধ্য দিয়ে আদিবাসীদের হাসি কান্না বঞ্চনার ছবি শিল্পীদের কথনে বঢনে নৃত্যে প্রকাশ পেয়েছে। তবে বুলবুলের ডানার ঝাপটে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে তুলনা মূলক উপস্থিতি কম হয়েছে।উপস্থিতি আরও বেশি হতো বলে মন্তব্য করেন পরিষদের সন্দেশখালি – ১ ইউনিট সম্পাদক দিলীপ কুমার সরদার।
তথ্য সূত্র – সত্যচরণ সরদার|

Loading