LOADING

১০ম “সাঁওতালি ও আঞ্চলিক সিনেমা উৎসব” ও তৃতীয় “আদিবাসী মিস ইন্ডিয়া প্রতিযোগিতা”।

Spread the love
সারা ভারত সাঁওতালি সিনেমা সমিতির উদ্যোগে আগামী ৮-১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ ঝাড়খণ্ড রাজ্যের টাটা শহরের গোপাল ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে ১০ম “সাঁওতালি ও আঞ্চলিক সিনেমা উৎসব”। সেইসঙ্গে ১৩-১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ অনুষ্ঠিত হবে তৃতীয় “আদিবাসী মিস ইন্ডিয়া”। এই অনুষ্ঠানের সহযোগিতায় আছেন টাটা কোম্পানি ও ঝাড়খণ্ড রাজ্য সরকার। সারা ভারত সাঁওতালি সিনেমা সমিতির সভাপতি রমেশ হাঁসদা জানিয়েছেন ৮ টি সাঁওতালি সিনেমা ও ৪ টি আঞ্চলিক সিনেমা সমেত মোট ১২ টি সিনেমা এই উৎসবে অংশগ্রহণ করবে। ২৫-৩০ আগস্ট, ২০১৯ এর মধ্যে সমস্ত সিনেমার জুরি স্ক্রীনিং সম্পন্ন হবে। তৃতীয় আদিবাসী মিস ইণ্ডিয়া প্রতিযোগিতার জন্য ১৮ আগস্ট কলকাতা, ২৫ আগস্ট ভুবনেশ্বর ও ১২-১৩ সেপ্টেম্বর, ২০১৯ টাটা শহরের সোনারিতে সেমিফাইনেল এর আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী রঘুবর দাস মহাশয়, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুণ্ডা মহাশয় ও সাংসদ বিদ্যুৎ বরণ মাহাত।

Loading