LOADING

মাধ্যমিক (২০২৪) পরীক্ষায় সান্তালি মাধ্যমে প্রথম রমনী টুডুকে সম্বর্ধনা|

Spread the love

মাধ্যমিক (২০২৪) পরীক্ষায় সান্তালি মাধ্যমে প্রথম স্থান অধিকারিনী বাঁকুড়া চাঁদরা হাই স্কুলের ছাত্রী রমনী টুডুকে পন্ডিত রঘুনাথ মুরমু আবাসিক হোস্টেল -স্কুল (ফুলঝোর) এবং দিশম আদিবাসী গাঁওতা দুর্গাপুর কর্পোরেশন কমিটির পক্ষ থেকে হোস্টেলে সম্বর্ধনা ও শুভেচ্ছা জানানো হলো। কৃতি ছাত্রীর সংস্পর্শে এসে যদি হোস্টেলের ছেলে মেয়েরা এই সফলতা অর্জন করতে পারে তাই হোস্টেলে বিশেষ সংবর্ধনা। কৃতি ছাত্রীর কাছ থেকে হোস্টেলের ছেলেমেয়েরা জানলো কঠিন পরিশ্রমের কোন বিকল্প নেই।

২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন মাধ্যমের ছাত্র ছাত্রীদের পাশাপাশি সাঁওতালী মাধ্যমের পরীক্ষার্থীরাও পরীক্ষা দিয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছে। বহু বাধা , ঘাত প্রতিঘাত অতিক্রম করে অভাব , দারিদ্র্যতাকে সঙ্গে নিয়ে বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের প্রত্যন্ত এলাকা , যাদবপুর গ্রামের মেয়ে রমনী টুডুর প্রাপ্ত নম্বর ৫৭০ , সাঁওতালী মাধ্যমে মাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছে। বিদ্যালয়ে শিক্ষা লাভের জন্য যা যা পরিকাঠামো থাকা প্রয়োজন তা থেকে বঞ্চিত হয়েই শিক্ষা লাভ করে চলেছে। এখনো সান্তালি মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে শিক্ষকের অপ্রতুলতা, বিষয় ভিত্তিক শিক্ষকের অভাব, বই এর অভাব, ভুলে ভরা বই -এর সংশোধনের, পরিমার্জনার অভাব। এমতাবস্থায় নিজের মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসার তাগিদে হার না মানা অদম্য মানসিকতা নিয়ে প্রতিষ্ঠিত হওয়ার প্রচেষ্টা প্রশংসনীয়। তাই আজ কঠিন অধ্যাবসায় দরিদ্র পিতামাতার মুখে সাময়িক হাসি ফোটাতে পারলেও পরক্ষনেই বিজ্ঞান নিয়ে পড়াশোনার ব্যায়ভার নিয়ে দুশ্চিন্তায় পড়ে। ভবিষ্যতে শিক্ষিকা হয়ে সমাজ কে আলোর পথে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে রমনী টুডু।

Loading