LOADING

জন্মজয়ন্তীতে এন ই হোরো মহাশয়কে শ্রদ্ধাঞ্জলি|

Spread the love

পুনর্গঠিত ঝাড়খণ্ড পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি এন ই হোরো মহাশয়ের আজ জন্ম জয়ন্তী| ১৯২৫ সালের ৩১ শে মার্চ জন্মগ্রহণ করেছিলেন ঝাড়খণ্ড আন্দোলনকে পুনর্জীবিতকারী এন ই হোরো| ১৯৬৩ সালে জয়পাল সিং মুণ্ডা ঝাড়খণ্ড পার্টিকে কংগ্রেস পার্টির সাথে মিশিয়ে দিলে তীব্র বিরোধীতা করেছিলেন এন ই হোরো| দীর্ঘ ৭ বছর ধরে পরিশ্রম করার পর ১৯৭০ সালে ঝাড়খণ্ড পার্টিকে পুনরায় সংগঠিত করতে সফল হয়েছিলেন এন ই হোরো| খুঁটি লোকসভা থেকে দুইবার সাংসদ ও বিহার সরকারের মন্ত্রীসভায় একবার মন্ত্রী হয়েছিলেন এন ই হোরো| জীবনের শেষ দিন পর্যন্ত ঝাড়খণ্ডী আদর্শে অবিচল ছিলেন ও ঝাড়খণ্ড পার্টির সভাপতি ছিলেন এন ই হোরো|
জন্মজয়ন্তীতে এন ই হোরো মহাশয়কে গভীর শ্রদ্ধাঞ্জলি জানাই| এন ই হোরো মহাশয়ের স্মৃতি ও কাজ অমর রহে|

Loading